রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০

ডলার নিয়ে নতুন নির্দেশনা, নিজ হিসাবে রাখা যাবে ৩০ দিন

ডলার নিয়ে নতুন নির্দেশনা, নিজ হিসাবে রাখা যাবে ৩০ দিন
অনলাইন ডেস্ক

ডলার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এখন থেকে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ হিসাবে ৩০ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য ইডিএফ ও আমদানি দায় শোধ করা যাবে। একই সঙ্গে সংরক্ষণ করা আয়ের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

ব্যাংকে ডলার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়নের নির্দেশ দিয়েছিল। কিন্তু পরবর্তী দিনে পুরো আয় নগদায়নে সমস্যা হওয়ায় পরে এ সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়। এখন নতুন নির্দেশনায় এটি আরও বাড়িয়ে ৩০ দিন সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার ফলে রপ্তানিকারক অন্য ব্যাংকের আমদানি দায় বিনিময়জনিত ক্ষতি ছাড়াই নিজের বৈদেশিক মুদ্রা দিয়ে পরিশোধ করতে পারবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ২৯ মে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, প্রত্যাবাসিত রপ্তানিমূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়ন করতে হবে। পরে গত ৩ আগস্ট এ সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়