প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৬:৪৩
'চাল-ময়দাসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করবে সরকার'
চাল, আটা-ময়দাসহ ৯টি পণ্যের দাম সরকার নির্ধারণ করেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্যগুলো হলো চাল, আটা, ময়দা, তেল, চিনি, মসুর ডাল, ডিম, সিমেন্ট ও রড।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠক করা হয়।
টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজার দর ও অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ৯টি পণ্যের যথার্থ দাম নির্ধারণ করে দেবে সরকার। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে এই পণ্যগুলোর দাম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে; যা হওয়া উচিত ছিল না।
তিনি বলেন, সার্বিক বিবেচনায় পণ্যগুলোর দাম কী হওয়া উচিত, তা নির্ধারণ করতে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সেসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজা আখতার, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।