প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৬:৫৬
জামিনে বেরিয়ে ‘ঘুরে দাঁড়াতে’ সময় চাইলেন ইভ্যালির শামীমা
প্রায় আট মাস কারাবন্দি থাকার পর জামিনে বেরিয়ে এসে নতুন করে প্রতিষ্ঠানকে ‘ঘুরে দাঁড়াতে’ গ্রাহকদের কাছে আরও কিছুদিন সময় চাইলেন আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তির পর ইভ্যালিফ্যানস ক্লাব ব্যানারে একটি গ্রুপের আমন্ত্রণে ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনার ইউটিউব ভিডিও ইভ্যালিফ্যানস ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার মধ্যরাতে প্রকাশ করা হয়।
গ্রাহকের সঙ্গে প্রতারণা অভিযোগে করা ৩৩ মামলার বেশির ভাগ বাদীর সঙ্গে সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পেয়েছেন বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান।
ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার হওয়ার পর তাদের সমর্থনে ইভ্যালিফ্যানস ডটক্লাব নামে এ ওয়েবসাইট তৈরি করা হয়। জেলে যাওয়ার আগে তাকে কখনও এধরনের সরাসরি আলাপে দেখা যায়নি। দ্রুত রাসেলকে মুক্ত করার চেষ্টার কথা জানিয়ে শামীমা বলেন, আবার নতুন করে ইভ্যালিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে। আবারও সবকিছু নতুন করে শুরু করব। হয়তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে, আমরা হেরে গিয়েছি। আমাদের আবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা আছে।
তিনি বলেন, বর্তমানে ইভ্যালির পরিস্থিতি বর্ণনা করার অধিকারটুকু আমার নেই। হাইকোর্ট থেকে একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। এই বোর্ডের সাথেও আমরা বসব। তাদের সাথেও আমরা কথা বলব ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। তখন হয়তো আমরা বুঝতে পারব যে, পণ্য নিয়ে, কিংবা গেটওয়ে নিয়ে কী করতে যাচ্ছি। কিংবা কারও মামলা নিয়ে হোক।
শামীমা বলেন, আপনারা জানেন ইভ্যালি বিষয় এখন আর নরমাল পর্যায়ে নেই। এটা নিয়ে হাই কোর্ট থেকে কিছু নির্দেশনা আছে, মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা আছে। সেই সব নির্দেশনা অনুযায়ী কাজ করব। সেই নির্দেশনা অনুযায়ী ভবিষ্যত পরিকল্পনা করব।
তিনি বলেন, যেহেতু জেল থেকে বের হয়েছি, কিভাবে সবকিছু আবার নতুনভাবে শুরু করা যায় সেটার চেষ্টা করব। যেন কেউ কোনোভাবে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন। আপনারা যারা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, আরও কিছুটা সময় আমাদের সাথে থাকবেন। আরও কিছুটা সময় আমাদের দেবেন, যেন আমরা সবকিছু গুছিয়ে তুলতে পারি। হাই কোর্টের যেহেতু কিছু নির্দেশনা আছে, এখনই আমি সবকিছু নিয়ে হয়তো কথা বলতে পারব না। তারপরেও হাই কোর্টের নির্দেশনা মেনে কীভাবে কতটুকু কী করা হয় তা নিয়ে ভবিষ্যতে আমরা কথা বলব।
ভার্চুয়াল ওই আলোচনায় আগামীতে সংবাদ সম্মেলনে আসার কথাও বলেন তিনি।
সূত্র: দেশ রূপান্তর