শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৪:২৬

মালয়েশিয়ায় কর্মী না পাঠানোর সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

মালয়েশিয়ায় কর্মী না পাঠানোর সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইন্দোনেশিয়া।

মঙ্গলবার নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে আপাতত এই খাতে কোনো কর্মী যাচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।

তবে ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তে বিকল্প শ্রমবাজার হিসেবে বাংলাদেশ থেকে পামওয়েল খাতে অধিক কর্মী নিয়োগে আগ্রহ দেখাতে পারে মালয়েশিয়া।

প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তে মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মীশূন্যতা পূরণ হওয়ার সম্ভাবনা ফিকে হয়ে গেল। কর্মীর অভাবে চাহিদা মতো পামওয়েল উৎপাদনের শঙ্কাও বাড়লো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পামওয়েল উৎপাদনকারী দেশটিতে প্রায় ১ লাখ কর্মী প্রয়োজন। মঙ্গলবার ১৬৪ জন কর্মী নিয়ে একটি চ্যার্টার্ড বিমান ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌঁছানোর কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত বলেন, কর্মীদের নিরাপত্তার কথা ভেবে এজেন্সিগুলো এ সিদ্ধান্ত নিয়েছে, আপাতত কোনো কর্মী ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া আসবে না। তবে এখানে কোন ভুল বোঝাবুঝি থাকতে পারে, মেডিকেলে ফিট হলে সবাই ভিসা পাবে বলে নিশ্চয়তা দেন ইন্দোনেশিয়ার এ দূত।

এদিকে কর্মী আসার পর তাদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত স্বাক্ষাতের সূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য; কর্মীদের যথাযথ সুযোগ সুবিধা না দেওয়ায় গেল দুই বছরে মালয়েশিয়ার সাতটি কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়