প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ২১:১৯
সাংবাদিক অলককে মেরে রক্তাক্ত করল স্টার কাবাবের স্টাফরা
রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পঁচা ও গন্ধ টিক্কা দেওয়াতে প্রতিবাদ করায় পলিটিক্সনিউজ ২৪.কমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলককে ব্যাপক মারধর করেছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এ ছাড়া কপাল ও মাথা ফেটে যায়।
গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
সাংবাদিক অলক জানান, পঁচা মাংসের কাবাব দেয়াতে প্রতিবাদ করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তাদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই।
অলকের অভিযোগ, দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানী স্টার কাবাবে খেতে গিয়েছিলেন। এ সময় তাদেরকে কাচ্চির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়া হয়। পরে তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তার বন্ধু খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন, ‘জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।’
ম্যানেজারের কথা শুনে ওই গ্রাহক প্রতিবাদ করলে আরো তিনজন গ্রাহক একই অভিযোগ করেন। এরপর ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন। পরে তারা ভুক্তভোগী অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামায় এবং সিঁড়িতে ফেলে ব্যাপক মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার কাবাবের ১৪-১৫ জন স্টাফ ওই গ্রাহককে মারধর করেছে।
ঘটনার বিষয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মুসলিম উদ্দিন বলেন, আমি ক্যাশ কাউন্টারে ব্যস্ত ছিলাম। স্টাফদের সঙ্গে ওই কাস্টমারের ঝামেলা হয়েছে। মারধরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।
এদিকে বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাগর শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।