রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ২০ মে ২০২২, ১৩:৪৩

একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৩ ভাই, বজ্রপাতে প্রাণ গেলো একজনের

একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৩ ভাই, বজ্রপাতে প্রাণ গেলো একজনের
অনলাইন ডেস্ক

নওগাঁর সাপাহারে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সাজেদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল উপজেলার চৌমুহনী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সাজেদুল উপজেলার পাতাড়ি ইউনিয়নের পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সাজেদুল ইসলামসহ তিন ভাই চৌমুহনী গ্রামের এনদাদুলের জমিতে ধান কাটছিলেন। ধান কাটার কাজ প্রায় শেষের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে তারা তড়িঘড়ি করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে চৌমুহনী ব্রিজের পাশে বজ্রাঘাতে সাজেদুল মারা যায়। তবে তার সঙ্গে থাকা বড় ভাই সারোয়ার ও সাজামালের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, নিহত কিশোর সাজেদুল ইসলামের স্বজনরা তার মরদেহ বাড়ি নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়