প্রকাশ : ২৬ মে ২০২৩, ০১:৪৯
পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহসড়কের মাধপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
মাধপুর হাইওয়ে থানার এএসআই মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনাগামী রড বোঝাই ট্রাকের সাথে কাশিনাথপুরগামী গোখাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাকের হেলপার পাবনার মুলাডুলি গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন বাবু (৪০) নিহত হন। অপর ট্রাকের চালক আব্দুল লতিফ ও হেলপার তুহিন এ সময় আহত হয়েছে।
সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা রাস্তা থেকে ট্রাক অপসারণ করেন বলেও মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ নবির উদ্দিন।
তিনি আরো জানান, থানার একটি মামলা দায়েরের মাধ্যমে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর পক্রিয়া শেষ করা হয়েছে বলেও তিনি জানান।