প্রকাশ : ২২ মে ২০২৩, ০৮:০৩
ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২
ময়মনসিংহে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। রোববার (২১ মে) সন্ধ্যার দিকে জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের তল্রী গ্রাম ও ত্রিশাল উপজেলার কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো গফরগাঁওয়ের নিগুয়ারি ইউনিয়নের তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)।
নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন আহমদ বলেন, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বৃষ্টিতে খেলাধুলা করছিল আসিফ। হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কানিহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছিল। এসময় জুনায়েদসহ আরও কয়েক শিশু আম কুড়াতে যায়। আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ। এসময় আহত হয় আরও দুই শিশু। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।