রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ১৯ মে ২০২২, ১৩:৪০

রাজধানীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

রাজধানীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
অনলাইন ডেস্ক

রাজধানীতে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাহেদী হোসেনকে আটক করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের এক কর্মকর্তা।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়