সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০৩:৪৬

টঙ্গী গার্মেন্টসের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গী গার্মেন্টসের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়্যার্স লিমিটেড নামের একটি গার্মেন্টস ফেক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট।

রোববার (৭ মে) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, টঙ্গীতে একটি গার্মেন্টস ফেক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, টঙ্গী গার্মেন্টস ফেক্টরিতে রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়