প্রকাশ : ১৯ মে ২০২২, ১১:২৫
ছেলের নির্যাতনে মায়ের আত্মহত্যা
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলে ও ছেলের বৌ-এর নির্যাতনের শিকার হয়ে মা মিনু রানি মণ্ডল (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মির্জাপুর পৌরসভার পাহারপুর দক্ষিণপাড়া নামক গ্রামে।
মিনু রানি মণ্ডল ওই গ্রামের মৃত মহর মণ্ডলের স্ত্রী। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, দুইদিন ধরে ছেলে রাজিব ও তার স্ত্রী অর্চনা সরকার মা মিনু রানিকে নির্যাতন করছিলো। মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) নাসিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
সূত্র: দেশ রূপান্তর