প্রকাশ : ০৪ মে ২০২৩, ০৯:১৬
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
বান্দরবানের আলিকদমে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রেফার ফারি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- মঞ্জুর আলমের ছেলে রিফাত ইসলাম (৭) ও মনিরুল ইসলাম আশরাফুল কবির বাইজাম (৩)।
স্থানীয়রা জানায়, পারিবারিক পানির চাহিদা মেটাতে মোটর দিয়ে পানি তুলছিলো রিফাতের পরিবার। এসময় খেলতে গিয়ে রিফাত ও আশরাফুল মোটরটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। পরে তাদের উদ্ধার করে পাশের লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।