প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:৪৫
চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত
চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের মাউলাইক নামক স্থানে। যা অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি, দ্রাঘিমাংশ ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব।
তবে এ ভূমিকম্পে চট্টগ্রামের কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রোববার দুপুর ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্বকাল ছিল ৫৪ সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।