রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১৮ মে ২০২২, ১১:৪৬

কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রায়হান নিট পোশাক কারখানার ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আশপাশের ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়