রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে

প্রকাশ : ১৭ মে ২০২২, ১১:০১

কুসিকে মনোনয়ন জমার শেষ দিন আজ

কুসিকে মনোনয়ন জমার শেষ দিন আজ
অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরশনের নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (১৭ মে)। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহও করে একই দিনে জমা দিতে পারবেন প্রার্থীরা।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৬ মে) পর্যন্ত নির্বাচনের মনোনয়ন নিয়েছেন ১৯৮ জন প্রার্থী। এর মধ্যে ৬ জন মেয়র, ১৫৩ জন কাউন্সিলর এবং ৩৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। দাখিল বা জমা দিয়েছেন ১০০ জন প্রার্থী।

এর মধ্যে দুই জন মেয়র, ৭৪ জন কাউন্সিলর এবং ২৪ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। অর্থাৎ জমাদানের শেষ দিনের আগে ৯৮ জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র জমা দেননি। গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করে আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার তিনি জমা দিবেন।

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিবেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজাম উদ্দিন কায়সার। এছাড়া বেশিরভাগ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন জমা দিবেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়