বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০২:৫৩

১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক

১৫ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ড সোহেল মিয়া (৪৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোহেল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার খিলেরবন্ধ গ্রামের মৃত আইনব আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‍্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল কিশোরগঞ্জ এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। ২০০৮ সালের ১৩ মার্চ কুলিয়ারচর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত ২০২১ সালের ১৫ মার্চ সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, র‍্যাবের কাছে খবর আসে সোহেল চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় আত্মগোপন করে আছে। এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়