বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:৩১

পঞ্চগড়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত
অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) রাতে বোদা উপজেলার ময়দানদিঘী হলদিয়াপুকুরী এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা সদর ইউনিয়নের উলিপুকুরী এলাকার আশরাফুল ইসলামের ছেলে মো. মিশু (২৫) ও তার মা মাহফুজা আক্তার (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মিশু তার মা মাহফুজাকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথে হলদিয়াপুকুরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নৈশকোচ তাদের ধাক্কা দিলে মা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক নৈশকোচটি শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়