বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:২০

বড়শিতে উঠে এলো ৩৫ কেজির জোড়া কোরাল

বড়শিতে উঠে এলো ৩৫ কেজির জোড়া কোরাল
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে বড়শিতে ৩৫ কেজি ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। সম্প্রতি সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার জেলে আমির হোসেনের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

জেলে আমির হোসেন বলেন, ‘ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ আছে। শাহপরীর দ্বীপ জেটিতে বসে নাফ নদীতে সকালে বড়শি ফেলেছিলাম। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করি। কিন্তু বড়শি বেশ ভারী মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেই। পরে বড়শি টেনে তুলে দেখি একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর আবারও বড়শি ফেলি। তিনবার বিফল হয়। কিন্তু চতুর্থবারে আরও একটি মাছ আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।’

‘দুটি মাছের মধ্যে বড় কোরালটির ওজন ১৮ কেজি ও ছোটটির ১৭ কেজি। মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে বিক্রি করেছি। ৩৫ কেজি ওজনের কোরাল মাছ দুটি বিক্রি করে ৩০ হাজার টাকা পেয়েছি।’ যোগ করেন তিনি।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এখানকার কোরাল মাছ ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কখনো কখনো এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়। মাছ ধরা বন্ধ থাকায় বাধাহীনভাবে মাছ বড় হচ্ছে নাফ নদীতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়