প্রকাশ : ১৪ মে ২০২২, ১২:৩৮
ছয়টা ফ্যান ছিল শুধু আমার মাথার উপরটাই খুলে পড়লো : ডা. মুরাদ
মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) খুলে পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদ সদস্য মুরাদ হাসান। মুরাদের কপালের ক্ষতস্থানে তিনটি সেলাই পড়েছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে মুরাদ হাসান বলেন, ‘আগে কখনো এমন ঘটনা ঘটে নাই। বৈঠকখানায় ছয়টা ফ্যান ছিল। আমার মাথার উপর যেটা ছিল শুধু ওটাই খুলে পড়লো। বাকিগুলো চলতেছিল। খুলে পড়ে নাই।’
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে তার নিজ বাড়ির বৈঠকখানায় তিনি এই দুর্ঘটনার শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং সরিষাবাড়ীতে সাংসদ মুরাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসান গত বৃহস্পতিবার দিনব্যাপী দৌলতপুরে নিজ বাড়িতে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রাতে বাড়ির বৈঠকখানায় অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বৈঠকখানার বৈদ্যুতিক ফ্যান মুরাদের মাথার ওপর খুলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সংসদ সদস্যের বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা দেন।
সাংসদ মুরাদের ব্যক্তিগত সহকারী জাহিদ নাইম সাংবাদিকদের জানান, সংসদ সদস্যকে নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, ‘মুরাদ হাসানের বর্তমান অবস্থা ভালো। তার ডান চোখের ওপরে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। সর্বক্ষণ তার খবর রাখা হচ্ছে।’
সূত্র: আরটিভি