বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০৬:১৪

নড়াইলে ‘জনতার মুখোমুখি’ মাশরাফি

নড়াইলে ‘জনতার মুখোমুখি’ মাশরাফি
অনলাইন ডেস্ক

নড়াইলে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শিরোনামের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এসময় ওই এলাকার নারী-পুরুষ সার সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও তারা নড়াইল নার্সিং ইনস্টিটিউট চালু না হওয়া ও সদর হাসপাতালের সেবার মান নিয়ে এমপিকে প্রশ্ন করেন।

পরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাদেশের মতো নাড়াইলের উন্নয়নও বাঁধাগ্রস্ত হচ্ছে। তারপরও সদরের স্কুল-রাস্তাঘাটসহ ১০৫ কোটি টাকার কাজ হয়েছে। বিগত ৫০ বছরেও যা হয়নি। এ সময় তিনি নদী ভাঙন রোধ, সড়ক নির্মাণ, নদী-খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা ও হবখালী ইউপি চেয়ারম্যান টিপু মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকার ২০ ইউনিয়ন ও দুটি পৌরসভায় ধারাবাহিকভাবে জনতার মুখোমুখি অনুষ্ঠানে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়