প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০৬:০৯
রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬
অনলাইন ডেস্ক
রংপুরে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর সদরের নেংটিছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিস মিয়া জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।