বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:৪০

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থন

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থন
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছেন। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন ইমন হোসেন (১৮) নামে এক যুবক৷

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘটেছে এমন ঘটনা।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামে নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে দাঁড়িয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি।

ইমন হোসেন শংকরপুর গ্রামের রিজাউল গাজীর ছেলে ও শংকরপুর দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার্থী।

এবিষয়ে ইমন হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হার মেনে নিতে পারিনি। অন্যদিকে আর্জেন্টিনার মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করেছি। আর্জেন্টিনার সমর্থক হলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়