বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:১৩

সিলেটের ধোপাদীঘি পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

সিলেটের ধোপাদীঘি পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
অনলাইন ডেস্ক

সিলেটের ঐতিহ্যবাহী ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এসময় তাকে প্রকল্প এলাকা ঘুরে দেখান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরের ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন প্রণয় কুমার।

ভারত সরকারের অর্থায়নে ধোপাদীঘি সৌন্দর্যবর্ধনের উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্রণয় কুমার।

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জসওয়াল, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়