রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০৩:২০

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, যাত্রীবাহী অটোরিকশা বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার পাঁচজন নিহত হন।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ আছে। তবে নাম ঠিকানা পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়