প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০১:৩৭
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের শালিধা চৌয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরতলীর সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। একই ঘটনায় নাজিম উদ্দিন ও লামিন নামের আরও দুজন আহত হন।
পুলিশ জানায়, দ্বীপ তার দুই বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দ্বীপ ও বিপ্লব অটোরিকশায় চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় সাইকেল আরোহী নাজিম উদ্দিন ও মোটোরসাইকেল আরোহী লামিন আহত হন। তাদের উদ্ধার তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাজিম উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।