বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ২৩:২৩

এক সঙ্গে তিন বাছুর প্রসব!

এক সঙ্গে তিন বাছুর প্রসব!
অনলাইন ডেস্ক

সচরাচর একটি গাভি একটি বাছুর প্রসব করে থাকে। কিন্তু শেরপুরের নালিতাবাড়ীতে একটি গাভি এক সঙ্গে ৩টি বকনা বাছুর প্রসব করেছে।

সম্প্রতি উপজেলার কলসপাড় ইউপির বালুঘাটা গ্রামের লোকমান হোসেনের খামারে এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ফ্রিজিয়ান জাতের ওই গাভির ৩টি বাছুর দেখতে আশপাশের এলাকার উৎসুক জনতা গাভির মালিকের বাড়িতে ভিড় করছেন।

খামারি লোকমান হোসেন জানান, গত দুই বছর আগে স্থানীয় হাট থেকে ফ্রিজিয়ান জাতের ওই গাভিটি কিনে আনেন। পরে হিট আসলে কৃত্রিম প্রজননের মাধ্যমে পাল দেখানো হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় একসঙ্গে ৩টি বকনা বাছুর প্রসব করে ওই গাভিটি। বর্তমানে বাছুর ৩টি ও গাভি সুস্থ আছে। এছাড়া লোকমান হোসেনের খামারে আরো ৫টি গরু আছে ৷

স্থানীয় এলাকাবাসী মিজানুর রহমান মিজান জানান, একটি গাভি একটি বাছুর জন্ম দিতে শুনেছেন। তবে এক সঙ্গে ৩টি বাছুর জন্ম দেয়া জীবনের প্রথম তিনি দেখলেন। এটি একটি বিরল ঘটনা।

কলসপাড় ইউপির দায়িত্বে থাকা এলএসপি সাইদুল ইসলাম বাবু বলেন, গাভির মালিক খামারি লোকমান হোসেন এলডিডিপি প্রকল্পের প্রডিউসার গ্রুপের একজন সদস্য। তার একটি গাভির ৩টি বাছুর হয়েছে এমন খবর শুনে তাৎক্ষণিক ওই খামারির বাড়িতে যাই। গাভি ও বাছুর তিনটির পরিচর্যার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রহমান জানান, সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দিয়ে থাকে। লোকমান হোসেনের গাভিটির ৩টি ডিম্বাণু হওয়ায় ৩টি বাছুর প্রসব করেছে। সচরাচর এমনটি ঘটে না। বর্তমানে গাভি ও বাছুরগুলো সুস্থ আছে। বাছুর ৩টি ও গাভির সকল প্রকার চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণিসম্পদ দফতর থেকে বিনামূল্যে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়