বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

টেকনাফে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

টেকনাফে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাতেমা (২০) ও তার শিশু সন্তান আসওয়াদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ হাইওয়ে সড়কের লম্বাবিলে মিনি ট্রাকের (ডাম্পার) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত ও দুই জন নিহত হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওই ফাঁড়িতে দায়িত্বরত একজন পুলিশের এসআই দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়