প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪
এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলো পরীক্ষার্থী
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় এক ছাত্রী (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সারজিনা শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দেয়। এ সময় পরীক্ষাকেন্দ্রেই অসুস্থ হয়ে পরে সে। ঠিকমতো পরীক্ষা দিতে না পারায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরে রোববার রাত ৮টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস নেয় সানজিদা। পরিবারের লোকজন অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি তরিকুল ইসলাম বলেন, রোববার রাতে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।