শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

বরগুনায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামের হারুনের ছেলে মো. হেলাল (৩০), শাহজাহান মিয়ার ছেলে বেলায়েত (২২) ও মোহাম্মদ জলিলের ছেলে রবিউল (১৭)।

বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শামীম রেজা বলেন, আজ শনিবার দুপুরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়