শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৫

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সে বিরোধের জের ধরে আজ সকালে ইমরানকে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। এতে সে গুরুতর জখম হয়, পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়