শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪

বাইক চালানোর প্রতিযোগিতায় প্রাণ গেলো ৩ যুবকের

বাইক চালানোর প্রতিযোগিতায় প্রাণ গেলো ৩ যুবকের
অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দুই মোটরসাইকেলে চার যুবক ছিলেন। তারা একে অপরের সঙ্গে জোরে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করছিলেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।

গুরুতর আহত বিপ্লব (২০) শহরতলীর চৌড়হাস এলাকার বাসিন্দারা। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮ টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এসময় তারা একে-অপরের থেকে দ্রুত গতিতে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন।

ওসি বলেন, ‘একপর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়