শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ০৯ মে ২০২২, ১০:২৭

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রামসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম জংশনে এবং তূর্ণানিশিতা এক্সপ্রেস শশিদল স্টেশনে আটকা পড়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন প্রকৌশলী (সড়ক) লিয়াকত আলী মজুমদার বলেন, ‘ঢাকামুখী মালবাহী ট্রেনটি ভোর ৪টায় রাজাপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে মেরামত শুরু করেছি।’

মেরামত কাজ শেষে করে ঢাকা-চট্টগ্রাম রেলপথ স্বাভাবিক করতে এক ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়