প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৪:২৪
দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চাল মজুদ আছে : খাদ্যমন্ত্রী
দেশে চাউলের কোন অভাব নাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমদার বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুদ আছে চলতি মৌসুমে। তিনি বলেন, এবার ১৯ লক্ষ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল সরকারিভাবে মজুদ আছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দেশের ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসুচীর চাল বিতরন বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র বলেন, দেশে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবার ৩ মাস ধরে ১৫ টাকা কেজি দরে চাল সংগ্রহ করতে পারবে। চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে চাল সংগ্রহ শতভাগ। দেশে চালের কোন অভাব নেই। সরকারি গুদামে প্রায় ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। ইতিমধ্যে চালের বাজার কমতে শুরু করেছে।
তিনি আরও বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে ওএমএস ও খাদ্যবান্ধব চালু হলে চালের দাম আরও কমবে। সামনে আমন ধানেও কৃষকরা যেন নায্যমূল্য পায় সেইটা নিয়েও কাজ করা হচ্ছে।
খাদ্রমন্ত্রী বলেন, যারা টিসিবির কার্ডধারি তাদেরকেও খাদ্যবান্ধব চাল সংগ্রহের অগ্রাধিকার দেওয়া হবে। লাইনে দারিয়ে কার্ডধারি কেউ বার বার চাল নিতে পারবে না। তারা মাসে ৫ কেজি করে ৩ বার চাল সংগ্রহ করতে পারবেন। তদ্রুপ বাকি যারা যাবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপির মাধ্যমে ওএমএস এবং খাদ্যবান্ধব চাল সংগ্রহ করতে পারবেন।
একব্যক্তি যাতে একের অধিক চাল সংগ্রহ করতে না পারে, সেই জন্য সংশ্লিষ্ট ডিলার তাদের কার্ডের ওপর সিল দিয়ে স্বাক্ষর প্রদান করে তা নিশ্চিত করবেন বলে জানান মন্ত্রী।