প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৪:১৬
রাজধানীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক
রাজধানীর কাফরুলে পরীক্ষিত দাস (৬৫) নামে এক ব্যক্তির আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট মন্দিরের সিঁড়ির দ্বিতীয় তলার রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পরীক্ষিত দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কাফরুল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন নিহত পরীক্ষিত দাসের ছেলে ভক্ত দাস।