প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৩:৩৮
নওগাঁয় কমেছে মোটা জাতের চালের দাম
নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি ২ টাকা কমেছে মোটা স্বর্ণা-৫ জাতের চালের দাম।
শনিবার (২৭ আগস্ট) সকালে নওগাঁ পৌর ক্ষুদ্র ও পাইকারি চাউল বাজার ঘুরে দেখা যায়, চিকন জাতের সকল প্রকার চাল আগের দামে বিক্রি হচ্ছে। কিন্তু গরীবের চাল নামে খ্যাত মোটা স্বর্ণা-৫ জাতের চাল ২ টাকা কমে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই জাতের চাল ৫৬ টাকা কেজিতে বিক্রি হলেও এই সপ্তাহে তা ২টাকা কমে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে।তবে মোটা জাতের চালের আমদানি বেশি হলে এই জাতের চালের দাম আরও কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
পৌর ক্ষুদ্র ও পাইকারি চাউল বাজারের ব্যবসায়ীরা জানান- গত সপ্তাহে তারা মোটা জাতের চাল মিলারদের কাছে থেকে প্রতি (৫০ কেজি) বস্তা ২৭০০-২৭৫০ টাকায় কিনলেও এ সপ্তাহে তা কমে ২৬০০ টাকায় কিনছেন। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। যা সপ্তাহের ব্যবধানে দুই টাকা কম। এছাড়া চিকন জাতের সব ধরনের চালের দাম অপরিবর্তিত আছে। ব্যবসায়ীরা জানান- মোটা চালের আমদানি বাজারে কম। এছাড়া বাজারে ক্রেতাদের আনাগোনাও কম। তবে চাল সরবরাহ বেশি থাকলে এই জাতের চালের দাম আরও কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী তাপস মণ্ডল জানান- গেলও সপ্তাহে চিকন জাতের চালের দাম ৬৫-৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে একই দামে বিক্রি করছেন তিনি। তবে মোটা জাতের চালের দাম গত সপ্তাহে বেশি থাকলেও এ সপ্তাহে তা দুই টাকা কমে বিক্রি করছেন তিনি। মোটা জাতের চালের দাম সপ্তাহের ব্যবধানে কমে যাওয়ায় সামনের সপ্তাহ থেকে দাম আরও কমে যাবে বলে আশা করছেন এই ব্যবসায়ী। তিনি জানান- চিকন জাতের জিরাশাইল চাল ৬২-৬৫ টাকা, কাটারি ৭০-৭২ টাকা, মিনিকেট ৬৮ টাকা, বি-আর ২৮ জাতের চাল ৫৬-৬০ টাকায় বিক্রি করছেন। তবে জেলায় ভ্যাদ্রা ধান (পারিজা জাত ) এর আমদানি শুরু হলে সব ধরনের চালের দাম কমতে পারে বলে জানান এই ব্যবসায়ী।