শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১২:৩৭

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৬

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৬
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৭ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৬ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ১০৬ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৩০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়