প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১৩:২১
ফের শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু
মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ পুনরায় এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন।
বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, মাঝ পদ্মায় নাব্যতা সংকটসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণের লক্ষে বুধবার (২৪ আগস্ট) এই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চালানো হয়েছে। পরে বুধবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া থেকে মাজিরকান্দি ছেড়ে যায় একটি লঞ্চ। সফলভাবে লঞ্চটি মাজিরকান্দি ঘাটে পৌঁছায়।
তিনি আরও জানান, প্রায় দুই মাস বন্ধ থাকার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এ কারণে বিড়ম্বনায় পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। এ ছাড়াও ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তবে শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।