শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১২:৪৯

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪৫
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬২১ পিস ইয়াবা, ২ গ্রাম ১ হাজার ৪৬ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৫৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়