শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১২:১৮

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
অনলাইন ডেস্ক

ভোলায় লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জেলেরা। এ সময় পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে বগিদাঁ, ছোরা, দাঁ ও করাতসহ সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা টের পেয়ে চিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটি এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে ৬ ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়