শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১১:১৬

চুরি করতে এসে মালিককে পিটিয়ে হত্যা

চুরি করতে এসে মালিককে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে চোরের মারধরে মাল্টা বাগানের মালিক মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ আগস্ট) ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনু পাঠান (৬৫) উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মনু রোববার রাতে বাড়ির পাশে তার মাল্টা বাগান পাহারা দিচ্ছিলেন। এ সময় কেউ বাগানে ঢুকে মাল্টা চুরি করছিল। এই বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে তার ওপর চড়াও হয়ে মারধর করতে থাকেন চোর। এ সময় মনুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান চোর। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মনুর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়