শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৬:৪১

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত
অনলাইন ডেস্ক

নওগাঁ মহাদেবপুরে মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় পানিতে ডুবে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৬)।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১টার দিকে নওহাটা মোড়ের ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে নির্মাণাধীন প্যাডি সাইলো থেকে মাটি বহনকারী ট্রাক্টর সড়কের পশ্চিম পাশ থেকে রাস্তার ওপর উঠছিল। এ সময় ওই প্রাইভেট কারটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে প্রায় আধাঘণ্টা পর নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম জানান, আজ শনিবার দুপুরে উদ্ধার হওয়া দম্পতিকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়