শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১২:১১

গরু চুরির সময় গণপিটুনি, যুবক নিহত

গরু চুরির সময় গণপিটুনি, যুবক নিহত
অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খামার থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মোশারফ হোসেন রিপন (৪৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

বুধবার উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত রিপন ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মফিজুর রহমান বাহারের ছেলে। তিনি গরু চুরি করতে আসা লেগুনার ড্রাইভার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চারজন গরু চুরি করে পালানোর সময় একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে ৮টি গরুর বাছুর উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতা গরু বহনকারী লেগুনা গাড়িটিতে আগুন দিয়ে খালের মধ্যে ফেলে দেয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, গণপিটুনিতে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গরু চুরি, উদ্ধার ও গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় পৃথক মামলা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়