শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০৯:২২

প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তারিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তারিকুল ওই গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে তারিকুল তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে গত শনিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন এবং তা শেয়ার করেন। এর পরপরই পোস্টটি ভাইরাল হয়।

পোস্টটি নজরে আসলে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার (৮ আগস্ট) তারিকুল ইসলামের বিরুদ্ধের ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মো. তারিকুল ইসলাম নামে ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়