শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |  

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৬:০৪

কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর কৃষক দুলা মিয়া হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মইনুদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মন্নাফের বাড়ি উপজেলার দাওরাই গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, একই গ্রামের ইজাজুল, কয়েস, মকসুর, নেছাওর ও নূর হোসেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০১ সালে উপজেলার আশারকান্দি দাওরাই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কৃষক দুলা মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা ছালিক মিয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের অভিযোগপত্র, সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার ১১টায় আদালত এ রায় ঘোষণা করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের পর রায় কার্যকর করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খায়রুল কবির রুমেন জানান, দুলা মিয়া হত্যা মামলায় এক আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়