প্রকাশ : ০৬ মে ২০২২, ১৮:৪৬
দৌলতদিয়া দিয়ে ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার যানবাহন পার
ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।
তবে যাত্রীবাহী বাসকে ১ থেকে ২ ঘণ্টা পর্যন্ত করে অপেক্ষা করতে হচ্ছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই বাস ছেড়ে দিয়ে হেঁটে ফেরি ও লঞ্চে উঠে নদী পার হচ্ছে। ফেরিঘাটে দালালরা ফেরি পারের জন্য নির্ধারিত ২৫ টাকা ভাড়ার বিপরীতে গত ২ দিন ধরে যাত্রীর চাপ দেখে ওই ভাড়া ৩৫-৪০ টাকা করে আদায় করছে পুলিশের সামনেই।
সাংবাদিকরা অভিযোগ করলে পরে পুলিশ ৪ দালালকে আটক করে।
বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন ও প্রায় ২ লক্ষাধিক যাত্রী নদী পার হয়ে ঢাকামুখী হয়েছেন। এর মধ্যে বাস ৮৮১টি, ট্রাক ৮১২টি, ছোট গাড়ি ৩ হাজার ৮০৮টি। এ ছাড়া ৯৫৪টি মোটরসাইকেল পার হয়েছে।
দৌলতদিয়া প্রান্তের দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষা ছাড়াই যাত্রীরা এবার ফেরি ও লঞ্চে উঠতে পারছেন বলে জানান কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল ও যাত্রী ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে ২১টি ফেরির মধ্যে আজ শুক্রবার ১৯টি চলাচল করছে। দুইটি ফেরি রেডি আছে, চাপ বাড়লে বহরে যোগ করা হবে।
সূত্র: আরটিভি