প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১৮:০২
ঢাকায় অনেক পেট্রোল পাম্প বন্ধ
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ঢাকার বহু পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে শুরু হয়ে শনিবার সকালেও বহু পাম্প বন্ধ থাকতে দেখা গেছে।
তথ্যমতে, তেলের নতুন দাম নির্ধারণের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার মধ্যরাতে শহরের পেট্রোল পাম্পগুলোতে মানুষের অস্বাভাবিক ভিড় জমে যায়। মূলত, শেষবারের মতো পুরনো দামে তেল কিনতেই পাম্পগুলোতে মানুষ ভিড়তে থাকেন। ভিড় সামলাতে এবং বিক্ষুব্ধ মানুষের চাপে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাম্প বন্ধ করে রাখা হয়। পরিস্থিতি সামলাতে ঢাকাসহ কয়েকটি জেলায় পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে পাম্প বন্ধ থাকার বিষয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলছেন ভিন্ন কথা। তিনি জানান, পাম্প গুলোতে থাকা জ্বালানি তেলের ডিসপেনসার মেশিনগুলোতে পুরনো দাম রয়েছে, সেখানে নতুন দাম বসাতে মেশিন রিসেট করতে হচ্ছে, এজন্য এ সময় নিচ্ছি। বিকেল ৩টা নাগাদ সব পেট্রোল পাম্প খুলে যাবে।
তবে এই মুহূর্তে ২০ শতাংশের মতো পাম্প খোলার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।
সূত্র : বিবিসি বাংলা