শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ১৩:১১

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে। নূর ছালাম একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, দুই গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়