শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ২১:২৬

পদ্মা-মেঘনা-সাঙ্গু-হালদা নাম পেলো চার শাবক

পদ্মা-মেঘনা-সাঙ্গু-হালদা নাম পেলো চার শাবক
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ‘রাজ-পরী’ দম্পতির চার সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, হালদা ও সাঙ্গু। সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনকালে সদ্য জন্ম নেওয়া এ চার সাদা শাবকের নামকরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। নদীর নামে শাবকগুলোর নাম রাখা হয় বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুটি নদী হালদা ও সাঙ্গু। এছাড়া মেঘনা ও পদ্মা বাংলাদেশের বড় নদী। তাই দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর সঙ্গে মিল রেখে চারটি সাদা বাঘ শাবকের নাম পদ্মা, মেঘনা, হালদা ও সাঙ্গু রাখা হয়েছে।

এর আগে শনিবার (৩০ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’ দম্পতির ঘরে জন্ম নেয় চার সাদা বাঘ শাবক। এ নিয়ে শুধু চট্টগ্রাম চিড়িয়াখানায়ই সাদা বাঘের সংখ্যা পাঁচ। বর্তমানে মোট বাঘের সংখ্যা ১৬টি।

ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, চিড়িয়াখানায় জন্ম নেওয়ার পর বাচ্চাদের দুধ দেয় না বাঘিনী। তবে এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে। জন্মের কয়েক ঘণ্টা পর থেকে নতুন জন্ম নেওয়া শাবকগুলোকে তাদের মা দুধ দিচ্ছে। বর্তমানে শাবকগুলো তাদের মায়ের সঙ্গে আছে। তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

তিনি বলেন, শাবকগুলো তাদের মায়ের সঙ্গে থাকলেও ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। খাঁচায় সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের নজরে রাখা হচ্ছে।

২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে রয়েল বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ দুটি ‘রাজ-পরী’ চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়