প্রকাশ : ০৪ মে ২০২২, ০৯:৩৯
বরিশালে মানবতার ঈদ উৎসব পালিত
বরিশালে মানবতার ঈদ উৎসব পালন করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।
ঈদের দিন দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বরিশাল জেলা বাসদ রান্না করা খাবার পরিবেশন করেছে নগরীর লঞ্চঘাট, জেলখানার মোড়, নথুল্লাবাদ, চৌমাথা, রুপাতলী এলাকায়।
ঈদে যারা বাড়ি যেতে পারেননি সেইসব শ্রমজীবী এবং ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা পোলাও, রোস্ট, ডিম ও সেমাই বিতরণ করেছে।
বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ঈদের দিন বেলা ১টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত নগরীর ৬টি পয়েন্টে ২ হাজার শ্রমজীবী, ভাসমান এবং পথশিশুদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। ঈদের আগের দিন সন্ধ্যায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদের জেলা কার্যালয়ে মানবতার ঈদ উৎসব কার্যক্রম শুরু হয় দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপকরণ বিতরণ দিয়ে।
সোমবার সন্ধ্যায় ৩শত দুঃস্থ মানুষের প্রত্যেককে দেওয়া হয়েছে ১ কেজি পোলাওয়ের চাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, দুধ ও সাবান। মনিসা আরো জানান, ঈদসহ সকল উৎসবে দুঃস্থ মানুষের জন্য রাষ্ট্রীয় আয়োজন থাকা প্রয়োজন।
সূত্র: আরটিভি