প্রকাশ : ০৩ মে ২০২২, ১১:১৭
শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত
বৈরী আবহাওয়ার মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৩ লাখ মুসল্লির সমাগম হয়েছে ঈদের জামাতে। করোনা মহামারিতে গত ২ বছর ঈদের জামাত না হওয়ায় এবার মুসল্লিদের ঢল নেমেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ জানান, মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।
সে বছরই শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশ নিয়েছিল বলে মাঠের নাম হয় ’সোয়া লাখি মাঠ’, যা উচ্চারণের বিবর্তনে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।
সূত্র: আরটিভি